রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মার্চ ২০২৫ ১৪ : ৪৪Rahul Majumder
নিজস্ব সংবাদাতা: ২১ মার্চ ‘বিশ্ব কবিতা দিবস’। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করার জন্য ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ দিনটিকে 'বিশ্ব কবিতা দিবস' হিসেবে ঘোষণা করে। কবিতা আমাদের চেতনাকে যে ভাবে জাগ্রত করে মননকে সমৃদ্ধ করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জীবনে কবিতার অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ, এদিন তা জানালেন সিদ্ধান্ত চতুর্বেদী। জানালেন, জনপ্রিয় জাপানি কবিতার ধারা অনুযায়ী নিজের কবিতা লেখার কথাও।
কৈশোর থেকেই কবিতার ছিল তাঁর নিত্যসঙ্গী। ১৫ বছর বয়সে প্রথম প্রেমে পড়া থেকে শুরু করে ‘গল্লি বয়’-এর মাধ্যমে বড়পর্দায় যাত্রাশুরুর করার আগের কঠিন সময়ে কবিতা ছিল তাঁর আশ্রয়স্থল। বিশ্ব কবিতা দিবসে নিজের শব্দের সফর নিয়ে ভাবতে গিয়ে সিদ্ধান্ত বলেন, “এখনও স্পষ্ট মনে রয়েছে আমার প্রথম কবিতা লেখার কথা। তখন স্কুলে পড়ি, বয়স মাত্র ১৫। আর সাহিত্যের প্রতি প্রচণ্ড ভালবাসা ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিশ্বনীখ্যাত কবিতা ‘ড্যাফোডিলস’-এর মতো নিজের একটি কবিতা লিখেছিলাম এবং সেটি একজনকে দিয়েছিলাম। মানে, সেই কবিতাটা ‘ড্যাফোডিলস’-এর নিজস্ব ভার্সন ছিল আমার। তবে যাকে দিয়েছিলাম, সেই মানুষটি ওই কবিতার পাতা নিজের কাছে রাখতে পারেনি, হয়তো তার অনুভূতিটা আমার মতো ছিল না। তখন থেকেই আমি লেখা শুরু করি — স্মৃতি হাতড়ে বললেন অভিনেতা।
'গেঁহরিয়া' ছবির অভিনেতা আরও যোগ করেন, “পরে যখন অভিনয়ে আসি, কবিতা হয়ে ওঠে আমার থেরাপি। যখন যে পরিস্থিতির মধ্যে থাকতাম, সেটাই লিখতাম। তখন অবশ্য সমাজমাধ্যেমে পোস্ট করতাম না, কারণ জানতাম, কেউ পড়বে না।” তবে ‘গল্লি বয়’-এর সাফল্যের পর বদলে যায় পরিস্থিতি। সিদ্ধান্তের লেখা কবিতাগুলো যা মাঝে মাঝে তিনি সমাজমাধ্যমে শেয়ার করতেন, ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। এখন তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম পেজ ‘সিডি চ্যাটস’-এর রয়েছে ৩৪ হাজারের বেশি অনুরাগী।
এত ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যে কখন কবিতা লেখেন সিদ্ধান্ত? অভিনেতার জবাব, “আমি মূলত তখনই লিখি, যখন ফ্লাইটে থাকি বা মুম্বইয়ের ট্র্যাফিকে আটকে যাই। আমি শুধু ইনস্টাগ্রামের জন্য পোস্ট করি না, আমি লিখি যাতে মানুষ সেই কবিতার সঙ্গে নিজেকে মেলাতে পারে। আজকের দিনে মানুষের মনোযোগ খুব কম সময়ের জন্য থাকে, তাই বেশি হাইকু লেখার চেষ্টা করি। যখন মানুষ আমার উক্তি বা কবিতা নিয়ে মেসেজ পাঠায় (এবং প্রচুর পাঠায়), তখন ভাল লাগে। বুঝতে পারি, আমার ভাবনার দিকটা তাহলে মোটামুটি ঠিক পথেই এগোচ্ছে।”
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?